87784147_2948522171878288_5224572955303870464_n

২৫ ফেব্রুয়ারী ২০২০ ই-ক্যাবের একটি প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় ই-কমার্সে পেমেন্ট ও ক্রস বর্ডার ই-বাণিজ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে একটি যৌথসভায় মিলিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ই-ক্যাবের পক্ষ থেকে অংশ নিয়েছেন ই-ক্যাবের ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আবদুল হক অনু, ডিরেক্টর আশীষ চক্রবর্তী ও ই-ক্যাবের ডিজিএম নাহিদ হাসান রিজভী।

ই-ক্যাবের সদস্যদের দাবী, স্টান্ডিং কমিটির পরামর্শ অনুযায়ী বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

যেমন-

১. ক্রস বর্ডার ই-কমার্সের ক্ষেত্রে নির্দিষ্ট মানদন্ড অনুযায়ী এলসির প্রয়োজনীয়তা প্রত্যাহার করা।

২. ই-কমার্সে বৈদেশিক বিনিয়োগে দেশের স্বার্থ ও স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা রেখে সুষ্পষ্ট নীতিমালা প্রণয়ন।

৩. ই-কমার্সে অর্থপ্রদান ব্যবস্থায় ইন্টারঅপারেবিলিটি চালুর মাধ্যমে ই-বাণিজ্যকে ট্রাভেল কোটা থেকে আলাদা করে পৃথক ডিজিটাল কর্মার্স কোটা চালু করা।

৪. ক্রস বর্ডার ই-কমার্সে বিদেশে পন্য প্রেরণে প্রণোদনা ও রফতানী ‍সুবিধা দেয়া।

৫. রফতানী আয়ের সংজ্ঞা পরিবর্তন করে। আভ্যন্তরীন বিতরণকৃত সেবার বিনিময়ে অর্জিত বৈদেশিক মূদ্রাকে রফতানী আয় হিসেবে গণ্য করা।

৬. ক্রসবর্ডার ই-কমার্সে নন ডেলিভারী পন্য প্রসঙ্গ।

এভাবে ই-ক্যাব দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রি ও দেশীয় উদ্যোক্তাদের স্বার্থরক্ষার জন্য কাজ করে যাচ্ছে।