12191663_1661705390773673_5594815759084200453_n

গত বুধবার ২৮, অক্টোবর ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সঙ্গে আইএফআইসি ব্যাংকের(IFIC Bank Limited) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয় যার অধীনে ই-ক্যাব এর মেম্বাররা আইআফআইসি ব্যাংকের মোবাইল ব্যাঙ্কিং এর কিছু সুবিধা পাবে। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে ই-ক্যাবে র পক্ষ উপস্থিত ছিলেন ই-ক্যাব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট Razib Ahmed, ডিরেক্টর Shezan Shams, ডিরেক্টর Asif Ahnaf, এক্সিকিউটিভ ডিরেক্টর Ferdous Hasan Sohag।